টিএসএন ডেস্ক,২২ এপ্রিল।।
সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ২৯ এপ্রিল থেকে। উদ্বোধনী দিনে হবে ৬ টি ম্যাচ। টি আই টি মাঠে সকালে পৌনে ৮ টায় ব্লাড মাউথ ক্লাব খেলবে নিউ প্লে সেন্টারের বিরুদ্ধে, দুপুর ১টায় চাম্পামুড়া প্লে সেন্টার খেলবে ইউনাটেড বি এস টি-র বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল ময়দানে সকাল পৌনে ৮ টায় এগিয়ে চলো সঙ্ঘ খেলবে বিদ্যাসাগর ইউ এম বি কোচিং সেন্টারের বিরুদ্ধে, দুপুর ১ টায় তরুণ সঙ্ঘ কোচিং সেন্টার খেলবে কর্ণেল কোচিং সেন্টারের বিরুদ্ধে, এম বি বি স্টেডিয়ামে মৌচাক খেলবে এ ডি নগর প্লে সেন্টারের বিরুদ্ধে এবং দুপুর ১ টায় ইউনাটেড ফ্রেন্ডস খেলবে ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে। আসরে অংশ নেওয়া ১৫ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে। ৬ মে থেকে শুরু হবে সুপার সিক্সের খেলা।আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ১০ মে। ফাইনাল ১২ মে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে আসরের ক্রীড়াসূচী ঘোষনা করেন।
#Tripura #women #cricket #Tsn
Tripura Cricket: ২৯ এপ্রিল থেকে শুরু সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক টি-২০ ক্রিকেট।
