টিএসএন ডেস্ক,১৪ এপ্রিল।।
গুয়াহাটিতে প্রথম বর্ষ লিটল মাস্টার ক্রিকেট প্রতিযোগিতা শুরু ১৯ এপ্রিল। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তাতে অংশ নেবে ত্রিপুরা। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবে উদয়পুর মহকুমার সবথেকে প্রতিভাবান অলরাউন্ডার শ্রীমন দেবনাথ। ডেপুটি হিসাবে থাকবে খোয়াই মহকুমার শুভজিৎ কুরি। আসরে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুবরত দে। নিরবাচিত ক্রিকেটারদের ১৬ এপ্রিল দুপুর ২ টায এম বি বি স্টেডিয়ামে কোচ অলক দেবরায়ের করতে রিপোর্ট করতে বলেছেন রাজ্য সংস্থার সচিব। ঘোষিত দল: শ্রীমন দেবনাথ (অধিনায়ক), অভয় দেব, শ্রেষ্ঠাংশু দেব, শুভজিৎ কুরি (সহ অধিনায়ক), বিপ্রজিৎ দাস, কুলদীপ সরকার, বিহান দাস, রাজদীপ দেবনাথ, শুভজিৎ পাল, বিজয় দেব, রিহান আক্তার, অনুজ দে, শুভজিৎ শীল, তুষার মালাকার এবং আয়ুষ দেবনাথ। কোচ: অলক দেবরায়, ফিজিও: রাজেশ কুমার মোদক, ট্রেণার: অজিতাভ নাথ, ম্যানেজার: ঋধি রঞ্জন চৌধুরি, লোগেস্টিক ম্যানেজার: শ্যামল ভট্টাচার্য।
#Tripura #Guwahati # Little #Master #Cricket# tournament#TNS
Tripura Cricket: লিটল মাস্টার ক্রিকেটে রাজ্যের নেতৃত্বে প্রতিভাবান শ্রীমন।
