টিএসএন ডেস্ক,১০ এপ্রিল।।
বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলায় অস্মিতা সিটি লীগ আয়োজনে জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াস্থিত ঋষ্যমুখে খেলো ইন্ডিয়া সেন্টার আয়োজিত অস্মিতা সিটি লীগ প্রতিযোগিতায় বয়স ও ওজন ভিত্তিক দুটি গ্রুপের ১০টি বিভাগে প্রায় অর্ধশত খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বিভাগে স্মিতা দেবনাথ, সীমা দেবনাথ, জ্যোতিকা দেবনাথ, শ্রীপর্ণা পাটারি প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া পায়সামো মগ, রুকসানা দেবনাথ, পান্না দাস দ্বিতীয় স্থানের পুরস্কার পেয়েছে। অনূর্ধ্ব ১৭ বছর বিভাগে তৃষ্ণা দত্ত যুথিকা মগ, প্রীতি মগ, মাধবী চক্রবর্তী তানিয়া বিশ্বাস, প্রিয়াংকা শীল শর্মা প্রথম স্থান পেয়েছে। এছাড়া, বাবলি দেবনাথ, কবিতা দত্ত, অর্পিতা দত্ত, মমতা মগ, পাইছান্দা মগ ও রাখি মগ দ্বিতীয় স্থানের পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে বেলা এগারোটায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরার জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে রাজ্য বিধানসভার সদস্যা শ্রীমতি স্বপ্না মজুমদার উপস্থিত ছিলেন। সম্মাননীয় ও বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দ্বীপায়ন চৌধুরী, সমাজসেবী নকুল পাল, ঋষ্যমুখ আর ডি ব্লকের বিডিও নানুজ জামাল ইসলাম, খেলো ইন্ডিয়া সাই সেন্টার অফ এক্সিলেন্স এর হাইপারফর্ম্যান্স ডিরেক্টর ড. সূর্য কান্ত পাল, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা ড. মিহির শীল, ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর প্রিন্সিপাল বলরাম সেন, স্কুল স্পোর্টস বোর্ডের দক্ষিণ জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি বাবুল চন্দ্র দেব, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্ভুনাথ কর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিভাময়ী খেলোয়াড়দের উঠে আসার প্রসঙ্গে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে অতিথিদের প্রত্যেকেই উদ্যোক্তাদের ভুয়ষী প্রশংসা করেন। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় দক্ষিণ জেলা জুডো অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বরূপ দেব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
#tripura #sports #belonia #judo #tsn