টিএসএন ডেস্ক,২৩ নভেম্বর।।
প্রথম দিনেই পরাজয়ের কবর খুঁড়ে নিলো ত্রিপুরা। ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায়। মধ্যপ্রদেশের বিরুদ্ধে। অনূর্ধ্ব ১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। সাগরের এম পি সি এ ক্রিকেট একাডেমি মাঠে ত্রিপুরার প্রথম ইনিংসে গড়া মাত্র ১১১ রানের জবাবে স্বাগতিক মধ্য প্রদেশ প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১২৫ রান করে। হরিয়ানার বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে ৩ পয়েন্ট পাওয়ার পর এই দলটিকে নিয়ে ভালো খেলার আসায় বুক বেঁধেছিলেন রাজ্যের ক্রিকেট প্রেমীরা। কিন্তু সিনিয়র দাদাদের পথেই হাঁটছেন রাকেশ রুদ্র পাল – রা। ঘরের মাটিতে কিছুটা ভালো খেলার চেষ্টা করলেই ভিন রাজ্যে গিয়েই ২২ গজে হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ত্রিপুরা। দলের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে রিয়াদ হোসেন এবং ৮ নম্বরে ব্যাট করতে নেমে অভিক পাল যদি সাময়িক প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তাহলে ত্রিপুরার স্কোর সম্ভবত ৭৫ রানের গণ্ডি পার হতো না। ত্রিপুরা ৬৫.৪ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১১ রান করতে সক্ষম হয়। রাজ্য দলের পক্ষে রিয়াদ ১৪৫ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং অভিক ৪৭ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। এছাড়া দলের পক্ষে অর্কজিৎ পাল ৮২ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। মধ্য প্রদেশের পক্ষে আযম সরদানা ১৬ রানে, গিররাজ শর্মা ২৫ রানে ৩ টি করে এবং যশবর্ধন সিং চৌহান ১৭ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে স্বাগতিক মধ্যপ্রদেশ ২৯ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১২৫ রান করে। বল হাতে দুই উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে দলকে চালকের আসনে নিয়ে যান স্বাগতিক দলের যশবর্ধন। দিনের শেষে ৭৯ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৭১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া মানাল চৌহান ২০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত রয়েছেন। ত্রিপুরা পিছিয়ে রয়েছে ১৪ রানে। আজ সকালে যদি ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে না পারেন তাহলে ত্রিপুরার পরাজয় নিশ্চিত হয়ে যাবে।
Tripura Cricket: কোচ বিহার ট্রফিতে মধ্য প্রদেশের বিরুদ্ধে প্রথম দিনেই ব্যাকফুটে ত্রিপুরা।


Hey guys, just tried out phmacaoslot and it’s pretty decent! Graphics are slick and the gameplay’s smooth. I’d recommend giving phmacaoslot a spin if you’re looking for something new!