টিএসএন ডেস্ক, ৩ নভেম্বর ।।
ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্তের সাফল্যের মুকুটে জুড়লো আরেকটি রঙ্গিন পালক। মালয়েশিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় আপিল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ত্রিপুরার সর্বকালের সেরা দাবাড়ু প্রসেনজিৎ। ৮-১৭ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ দাবা প্রতিযোগিতা। মালয়েশিয়া দাবা ফেডারেশন এবং কুয়ালালামপুর দাবা সমিতির যৌথ উদ্যোগে হবে আসর। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ওই প্রতিযোগিতায় আপিল কমিটির সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয় প্রসেনজিতের। ওই নিয়োগ আন্তর্জাতিক দাবা অঙ্গনে ভারতের সক্রিয় ভূমিকার আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজক কমিটি বিশ্বাস করে যে, ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্তের দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিশ্লেষণী দক্ষতা এবং পেশাদারিত্ব কমনওয়েলথ আসরকে সুষ্ঠু এবং সফল পরিচালনা করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশ্বের বিভিন্ন কমনওয়েলথ ভুক্ত দেশের শীর্ষস্থানীয় দাবারুরা অংশ নেবে ওই আসরে। ওই আসরটিকে আন্তর্জাতিক পর্যায়ে আরো জনপ্রিয় করে তোলার একটি অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। গুরুত্বপূর্ণ ওই দায়িত্ব পেয়ে খুশি প্রসেনজিৎ। দিল্লি থেকে টেলিফোনে বলেন, চেষ্টা করব নিজের দায়িত্ব যথাযথ পালন করার। ৮ নভেম্বর মালয়েশিয়ার বিমানে চড়বেন ভারতীয় জুনিয়র দলের তথা ম্যাট্রিক্স চেস একাডেমির এই কোচ।
Tripura Chess: কমনওয়েলথ দাবায় আপিল কমিটির সদস্য রাজ্যের প্রসেনজিৎ।


Hullo! Scoping out ff66. Short, sweet, and to the point! Could be a winner! Taking the plung. Good luck also!ff66