টিএসএন ডেস্ক , ১নভেম্বর।।
জাতীয় থাং তা প্রতিযোগিতায় দুরন্ত সাফল্য পেলো ত্রিপুরা। ২৮-৩০ গোয়ার মনোহর পরীক্কর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ৩১ তম জাতীয় সাব জুনিয়র এবং সিনিয়র থাং তা প্রতিযোগিতা। আসরে তিনটি স্বর্ণ পদক সহ মোট ১৩ টি পদক জয় করে নতুন ইতিহাস রচনা করলো ত্রিপুরা। ত্রিপুরাকে সাব জুনিয়র বালিকাদের ৩৩ কেজি বিভাগে অবন্তিকা চৌধুরী, ৪৫ কেজি বিভাগে সমভূমি রায় এবং সিনিয়র মহিলাদের ৬৮ কে জি বিভাগে মানসী রাজকুমারী স্বর্ণপদক জয় করেন। এছাড়া রৌপ্য পদক জয় করে সিনিয়র মহিলাদের বিভাগে দেবস্মিতা দেবনাথ, দেবস্মিতা চক্রবর্তী, সাব জুনিয়র বালক বিভাগে অয়ন ঘোষ, এবং সিনিয়র বিভাগের ধীমান ভৌমিক। রৌপ্য পদক জয় করে সাব জুনিয়র বালিকা বিভাগে সানভি নাথ, বালক বিভাগে রাহুল কুমার কালোয়ার, প্রতীক দে, সুস্মিতা নাথ, জুসি সিনহা এবং সৌমিক নাথ। রাজ্য সংস্থার কর্তারা মনে করেন খেলোয়ারদের এই সাফল্য রাজ্যের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে এবং তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। ভবিষ্যতে শুধু জাতীয় আসরে নয় আন্তর্জাতিক আসরেও বড় সাফল্যের স্বপ্ন দেখতে শুরু করেছেন রাজ্যের খেলোয়াররা।
Tripura Thang-Ta: জাতীয় থাং-তা’তে নতুন ইতিহাস রাজ্যের। ঝুলিয়ে তিনটি স্বর্ণ পদক সহ মোট ১৩টি।


Alright, 777tezgame. It’s a game alright. Play it, don’t play it, your call. Just thought you should know it exists! 777tezgame