টিএসএন ডেস্ক, আগরতলা।।
রাজ্য সেরা হলো শাক্য সিংহ মোদক। তিন দিনব্যাপী অনূর্ধ্ব-১৯ রাজ্য জুনিয়র রেটিং দাবা প্রতিযোগিতায়। আসর শেষ হয় সোমবার। নয় রাউন্ডের আসরে সাড়ে সাত পয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাক্য সিংহ। মরশুমে এটি দ্বিতীয় শিরোপা শাক্য-র। ৭ পয়েন্ট পেয়ে ভোকলসে পিছিয়ে থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে যথাক্রমে পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ বালিকা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস এবং স্বস্তিক মজুমদার। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করে যথাক্রমে প্রাঞ্জল দেবনাথ এবং মেহেকদ্বীপ গোপ। ৬ পয়েন্ট পেয়ে ষষ্ঠ থেকে নবম স্থান দখল করে যথাক্রমে প্রতিরূপ পাল, আদ্রুষ কর্মকার, রুদ্রনীল দেবনাথ এবং অভিক দাস। আসর থেকে জাতীয় আসরের জন্য বাছাই করা হয় ত্রিপুরা দল। এন এস আর সি সি-র দাবা হল ঘরে অনুষ্ঠিত হয় আসর। খেলা পরিচালনা করেন ফিডে আরবিটর পান্না আহমেদ।
Tripura Chess: ছোটদের দাবায় সেরা শাক্য।


TD88zillow… Don’t know what to expect. Worth the gamble checking them out at the very least. Worth looking for the hidden gem: td88zillow!