টিএসএন ডেস্ক,১২ সেপ্টেম্বর।।
প্রথম রাউন্ডেই ছিটকে গেলো ত্রিপুরার তানিয়া দাস। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান জুডো প্রতিযোগিতায়। দুদিন ব্যাপী আসর শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তাতে মেয়েদের ৪৮ কেজি বিভাগে তানিয়ার প্রথম প্রতিপক্ষ ছিল শক্তিশালী কোরিয়ার ওয়াই ইউ হাঁরুল। বাউতে দুরন্ত লড়াই করলেও অভিজ্ঞতার অভাবে পিছিয়ে পড়ে তানিয়া। এবং প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়। হারলেও প্রথম বার দেশের জার্সি গায়ে জড়িয়ে দুরন্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবে উদয়পুরের তানিয়া। পরাজিত হয়ে হতাশায় ভেঙে পড়ে ভগিনী নিবেদিতা জুডো সেন্টারের ছাত্রী তানিয়া। তানিয়ার কোচ ড: মিহির শীল বলেন, কোরিয়া জুড়োতে সবসময় ভালো ফলাফল করে। ওদের বিরুদ্ধে লড়াই করে অভিজ্ঞতা অর্জন করলো তানিয়া। যা আগামীদিনে ওকে আরও ভালো খেলতে সাহায্য করবে। সবে মাত্র দেশের জার্সি গায়ে জড়ালো। ওকে আরও অনেক পথ এগুতে হবে। আমার বিশ্বাস প্রথমবার সাফল্য না পাওয়ায় ওর জেদ বাড়বে। যা আগামীদিনে ওকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
Tripura Judo: কোরিয়ার ওয়াই ইউ হাঁরুলের কাছে ছিটকে গেলো রাজ্যের জুডোকার তানিয়া।


6xp30n