Tripura Football: ত্রিপুরা স্পোর্টস স্কুলের দ্বিমুকুট দখল ।
টিএসএন ডেস্ক,৮ ডিসেম্বর।। প্রত্যাশিতভাবে দ্বিমুকুট দখল করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। লিগ জয়ের পর সোমবার মহিলা নকআউট ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল কার্যত বিধ্বস্ত করে জম্পুইজলা প্লে সেন্টারকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত আসরে এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলারদের…

