
Tripura Football: আজ বুলেটসের টার্গেট পয়েন্টে রামকৃষ্ণ।
টিএসএন ডেস্ক, ৪ আগস্ট।। দুটি ম্যাচ আজ। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল ৪ টায় আসরের হট ফেভারিট নাইন বুলেটস ক্লাব খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় টাউন ক্লাব খেলবে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। আজ ফেভারিট হিসেবেই মাঠে নামবে নাইন বুলেটস এবং টাউন…