
Tripura Cricket: ১৮ জুন থেকে শুরু আন্ত: স্কুল বালিকা ক্রিকেট।
টিএসএন ডেস্ক,১৪ জুন।। সদর আন্ত: স্কুল বালিকাদের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ১৮ জুন থেকে। উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে সকাল সাড়ে আটটায় বড়দোয়ালী স্কুল খেলবে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের বিরুদ্ধে এবং দুপুর সোয়া একটায় প্রণবানন্দ বিদ্যামন্দির খেলবে আসাম রাইফেল পাবলিক স্কুলের বিরুদ্ধে। চার দলই এবছর আসরে অংশ নিয়েছে। লিগ পদ্ধতিতে খেলার পর…