Tripura Chess: রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন অরাধ্যা।
টিএসএন ডেস্ক,১৭ এপ্রিল।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। ৯ রাউন্ডে ৮ পয়েন্ট অর্জন করে। প্রবোধ রঞ্জন দত্ত স্মৃতি রাজ্য অ্যামেচার ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায়। তিন দিনব্যাপী আসর শেষ হয় সোমবার রাতে। আসরে সাড়ে সাত পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে সাক্ষ্য সিনহা মোদক। ৭ পয়েন্টে ভোকলসে তৃতীয় ও চতুর্থ স্থান দখল…

