Tripura Cricket: সদরকে হারিয়ে রাজ্য আসরে খেলার যোগ্যতা অর্জন করলো জিরানিয়ার মেয়েররা।

Screenshot 2025 07 24 11 03 38 45 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ২৪ জুলাই।।
         সদর মহকুমাকে বিধ্বস্ত করে রাজ্য আসরে খেলার যোগ্যতা অর্জন করল জিরানিয়া মহকুমা। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে এবং অনূর্ধ্ব ১৫ বিভাগে সেরা হয়েছে মোহনপুর মহকুমা। পশ্চিম জেলা এস এম কাপ ফুটবল প্রতিযোগিতায়। বুধবার ত্রিপুরা স্পোর্টস স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পশ্চিম জেলা আসর। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের প্রথম ম্যাচে সদর মহকুমা ৩-২ গোলে পরাজিত করেছিল মোহনপুর মহকুমাকে। সদর মহকুমার পক্ষে প্রীতি বর্মন, ইশিমিতা দেবনাথ এবং সোনালী বর্মন গোল করে। মোহনপুরের পক্ষে ঝর্ণা দেববর্মা এবং বিথীকা দেববর্মা গোল করে। ওই বিভাগের ফাইনাল ম্যাচে জিরানিয়া মহকুমা ২-০ গোলে বিধ্বস্ত করে সদর মহকুমাকে। বিজয়ী দলের ইরোজা দেববর্মা দুটি গোল করে। অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে প্রথম ম্যাচে জিরানিয়া মহাকুমা ২-০ গোলে সদর মহকুমাকে পরাজিত করেছিলো। বিজয়ী দলের পক্ষে কিষান দেববর্মা এবং ওয়েলসন দেববর্মা গোল করে। ফাইনালে মোহনপুর মহাকুমা ২-০ গোলে পরাজিত করে জিরানিয়া মহকুমাকে।  বিজয়ী দলের পক্ষে রাহুল দেববর্মা জোড়া গোল করে । বৃহস্পতি বার অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের খেলা হবে ত্রিপুরা স্পোর্টস স্কুল মাঠে। প্রসঙ্গত তিন দিনব্যাপী রাজ্য এস এম কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে ২৮ জুলাই থেকে। অমরপুরে হবে রাজ্য আসর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *