World archery : নতুন ইতিহাস, তিরন্দাজিতে বিশ্ব সেরা ভারত।

IMG 20250907 184718

টিএসএন ডেস্ক,৭ সেপ্টেম্বর।।
       বিশ্ব  তিরন্দাজিতে ভারতের নতুন ইতিহাস।পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে ফ্রান্সকে পরাজিত করে সোনা জিতল ভারত। রবিবার ফাইনালে ফ্রান্সকে ২৩৫-২৩৩ ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। তবে পরিতাপের বিষয়, মহিলারা দল গত ভাবে পদক জিততে ব্যর্থ।
ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েছিলো ভারত। এরপরেই হাড্ডাহাড্ডি লড়াই করে দেশকে সোনা এনে দেন ঋষভ যাদব, আমান সাইনি এবং প্রথমেশ ফুগে।
   খেলার স্কোরবোর্ড  অনুযায়ী, প্রথম সেটে ৫৭-৫৯ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন ভারতীয়েরা। দ্বিতীয় সেটে সমতা ফেরায় ভারত। ছ’টি ‘পারফেক্ট টেন’ মারেন ঋষভ, আমান, প্রথমেশরা। দ্বিতীয় সেটের পর দু’দলেরই পয়েন্ট ছিল ১১৭। জম্পেশ লড়াই হয় তৃতীয় সেটেও। ১৭৬-১৭৬ পয়েন্টে শেষ হয় তৃতীয় সেট। নির্ণায়ক তৃতীয় সেটে চাপে পড়ে যান ফ্রান্সের তিরন্দাজেরা। তাঁদের দু’টি তির থেকে ৯ পয়েন্ট করে। ভারতের হয়ে শেষ তির ছোড়েন প্রথমেশ। তিন ভারতীয়ের মধ্যে ক্রমতালিকায় তিনিই সকলের শেষে ছিলেন । শেষ প্রচেষ্টায় ঠান্ডা মাথায় ১০ পয়েন্ট তুলে নেন প্রথমেশ। চতুর্থ রাউন্ডের পর ২ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতে নেয় ভারত।এই প্রথম পুরুষদের দলগত কমপাউন্ড তিরন্দাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *