টিএসএন ডেস্ক, ৬মে।।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় পেলো বিবেকানন্দ ক্লাব। ডি এল এস মেথডে ৩৭ রানে পরাজিত করলো মিলন সংঘ। সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। ৬০ কার্ড মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিবেকানন্দ ক্লাব সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে বিশাল ৩১০ রান করে। দলের পক্ষে তুষার মন্ডল ১২৯ বল খেলে ১৪ টি বাউন্ডারি বাউন্ডারি সাহায্যে ১২৬, তরুণ দেবনাথ ১১৪ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৩ এবং প্রহর কুমার ত্রিপুরা ১১ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। মিলন সংঘের পক্ষে সমীর দাস ৭৫ রানে চারটি, নির্মল শীল ৩৫ রানে তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বৃষ্টি যখন শুরু হয় তখন মিলন সংঘ ২৪.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান করে। ওই সময় মিলন সঙ্ঘের দরকার ছিলো ১৫৪ রান। দলের পক্ষে প্রশান্ত বর্মন ৬০ বল খেলে ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৩, দেবজিৎ দাস ২৪ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং উত্তম রায় ১৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। বিবেকানন্দ ক্লাবের পক্ষে নবীন কুমার ত্রিপুরা ৩৮ রানে চারটি এবং তরুণ দেবনাথ ২০ রানে দুটি উইকেট দখল করেন।
Tripura Cricket: ডি এল এস মেথডে জয়ী বিবেকানন্দ, পরাজয় মিলন সংঘের।
