Indian Cricket: রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি ।

Screenshot 2025 05 12 22 29 55 03 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ১২ মে।।
               অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন লিজেন্ড ক্রিকেটার বিরাট কোহলি। তিনি আনুষ্ঠানিকভাবে বিসিসিআইকে টেস্ট ক্রিকেট থেকে তাঁর বিদায়ের বিষয়টি জানিয়ে দিয়েছেন। গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট অলিন্দে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল ।শেষপর্যন্ত সেই গুঞ্জনের ইতি টানলেন বিরাট নিজেই। বিরাট স্পষ্ট বাহবেই জানিয়ে দিয়েছেন ” তিনি আর টেস্ট ক্রিকেট খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
       বিরাট কোহলির অবসর গ্রহণের পর তাঁকে একের পর এক শুভেচ্ছা জানিয়েছেন গ্রেটার ক্রিকেটাররা। সচিন তেন্ডুলকর থেকে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সিধু থেকে বীরেন্দ্র সহবাগ। প্রত্যেকেই ভারতীয় ক্রিকেটের বিরাটের কৃতিত্বকে তুলে ধরেছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। রোহিত শর্মার পর বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের দুই লিজেন্ড একই সঙ্গে টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটে যে শূন্যতা তৈরি হবে তা কি দ্রুত পূরণ করতে পারবে দেশের যুব ক্রিকেটাররা? উঠছে এই প্রশ্ন। তবে ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের মধ্যেও প্রতিভার অভাব নেই। দলের এই তরুণ ক্রিকেটাররা ধীরে ধীরে নিঃসন্দেহে হয়ে উঠবে রোহিত – বিরাটের বিকল্প। একদিন রোহিত – বিরাটরাও ভারতীয় দলের প্রাক্তন লিজেন্ড শচীন – সৌরভ – দ্রাবিড় – লক্ষ্মণের বিকল্প হয়ে হাতে তুলে নিয়েছিলেন ব্যাটন। টেষ্ট ক্রিকেটে ভারতকে নিয়ে গিয়েছেন অন্য এক আঙিনায়।

#Indian #cricketer# ViratKohli#retirement test#cricket#TNS


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *