টিএসএন ডেস্ক,২ সেপ্টেম্বর।।
অসমের ডিপুতে পৌঁছলেন রাজ্য দলের ফুটবলাররা। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে রাজমাতা জিজাবাই ট্রফি সিনিয়র মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। আসরে ত্রিপুরার গ্রুপে রয়েছে অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং আসাম। ৪ সেপ্টেম্বর অরুনাচল প্রদেশ, ৬ সেপ্টেম্বর আসাম এবং ৮ সেপ্টেম্বর ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে মিজোরামের বিরুদ্ধে । আসরে অংশ নিতে মঙ্গলবার সকালে ট্রেনে রওনা হয়েছে ত্রিপুরা দল। আজ সকালে শেষ প্রস্তুতি সেরে নেবেন শ্রীয়া দেব – রা। এদিন রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের প্রতিটি ফুটবলারকে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। ভালো খেলা নিয়ে প্রতিটি ফুটবলারই আশাবাদী। কোচ ইন্দ্রজিৎ সূত্রধর বলেন, আমার হাতে ব্যালেন্সড দল তুলে দেওয়া হয়েছে। মেয়েরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে আমরা সাফল্য পাবই। আশা করি আমার মেয়েরা হতাশ করবে না। এদিকে সোমবার সন্ধ্যায় রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন ত্রিপুরা দলের ফুটবলাররা। ভালো খেলার পাশাপাশি ত্রিপুরা সম্মান রক্ষা করে যাতে ফুটবল ফিরতে পারেন এর পরামর্শ দেন রাজ্য ফুটবল সংস্থার কর্তার । ঘোষিত ত্রিপুরা দল : কিফিলটি জমাতিয়া, মলিনা রিয়াং, শ্রিয়া দেব, সিবতি দেববর্মা, উমাদেবী জমাতিয়া, অঞ্জনা ত্রিপুরা, মৌসুমী ওরাং, ঝুমা ওরাং, রেশমি কলই, কেয়া দেববর্মা, আদুরী জমাতিয়া, শম্পিলি জমাতিয়া, পৃথা ত্রিপুরা, তপতী ত্রিপুরা, সুয়ারী দেববর্মা, সোনাই সিনহা, মারিনা জমাতিয়া, নিসা জমাতিয়া, সুমিতা জমাতিয়া এবং শকুন্তলা দেববর্মা। কোচ : ইন্দ্রজিৎ সূত্রধর, ম্যানেজার কবিতা দেববর্মা।
Tripura Women Football: রাজমাতা জিজাবাই ট্রফি খেলতে অসমে রাজ্যের মেয়েরা।
