টিএসএন ডেস্ক,১৫ ডিসেম্বর।।
হোঁচট খেলো ত্রিপুরা। হারলো মিজোরামের বিরুদ্ধে। অনূর্ধ্ব ১৯ বালিকাদের একদিবাসিয় ক্রিকেটের প্লেট গ্রুপে। ত্রিপুরার ক্রিকেট কতটা পিছিয়ে পড়েছে সোমবার মিজোরামের ক্রিকেটাররা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৩ উইকেটে মিজোরামের বিরুদ্ধে । ত্রিপুরার গড়া ১৫৩ রানের জবাবে মিজোরাম ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আসরে ২ ম্যাচ খেলে একটি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়ে নারায়ণ দেবনাথ এর মেয়েরা অনেকটাই পিছিয়ে পড়লো। পাশাপাশি আগামী বছর এলিটে খেলার যে স্বপ্ন দীপিকা পাল রা এটা কার্যত ধাক্কা খেলো। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীর গতিতে ব্যাট করতে নেমে ত্রিপুরা নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৩ রান করে। দলের পক্ষে অষ্মিতা দাস দলকে টেনে তুলতে বড় ভূমিকা নেন । আশ্মিতা ১০৫ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ত্রিপুরার পক্ষে ওপেনার এঞ্জেল পাল ৫২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং সুস্মিতা তেলি ১৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। মিজোরামের পক্ষে জেসিকা ২৭ রানে ৩ টি এবং ফ্লোরেন্স ২২ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মিজোরামের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১২ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সেনি ১৩০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ৩৯, নুনমাউী ২৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৭, করিয়ে ৫৩ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৯, এবং বেবি ৩১ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৩ রান। ত্রিপুরার পক্ষে পারমিতা চক্রবর্তী ২৭ রানে ২ টি উইকেট দখল করেন। ১৭ ডিসেম্বর ত্রিপুরা নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে সিকিমের বিরুদ্ধে।
Tripura women Cricket: দুর্বল প্রতিপক্ষ মণিপুরের কাছে রাজ্যের মেয়েদের পরাজয়।

