টিএসএন ডেস্ক,৭ নভেম্বর।।
উইনিং কম্বিনেশন রেখে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে বাংলা ম্যাচে ত্রিপুরার প্রথম একাদশে যে সকল ক্রিকেটার খেলেছিলেন তাদেরই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসম ম্যাচে। তবে অসম ম্যাচ ঋতুরাজ ঘোষ রায়ের কাছে অগ্নিপরীক্ষা। প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে সাফল্য পাননি ত্রিপুরার এই ওপেনারটি। অসম ম্যাচে ব্যাটে রান না পেলে ঋতুরাজ ছাঁটাই হওয়ার সম্ভাবনা প্রবল। কান পাতলেই এমন খবর শোনা যাচ্ছে। ওই অবস্থায় অসমের বিরুদ্ধে একরাশ চাপ নিয়ে মাঠে নামবেন ত্রিপুরার ওই জুনিয়র ক্রিকেটারটি। শনিবার থেকে অসমের মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে হবে চার দিনের ওই ম্যাচটি। বাংলার বিরুদ্ধে চার দিনের ম্যাচে অনেকটা সময় মন্দালোর জন্য খেলা বন্ধ ছিল। অসম ম্যাচেও এই ঘটনার পুনরাবৃত্তি হবে তা আগাম বলা যায়। এম বি বি ২২ গজ ব্যাটসম্যানদের অনেকটাই সহায়ক। তা মাথায় রেখে দু’দলই চাইছে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিতে। দু দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। এদিন ত্রিপুরা দলের ক্রিকেটাররা প্রায় আড়াই ঘণ্টা অনুশীলন করেন। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটার বা। নেটে বিক্রম কুমার দাস, ঋতুরাজ ঘোষ রায় এবং শ্রীদাম পালদের দীর্ঘ সময় লক্ষ্য করা গেছে। ওই তিন ব্যাটসম্যানকে তাঁতিয়ে রাখার চেষ্টা করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট বলে জানা গেছে। অপরদিকে প্রথম তিন ম্যাচে হতাশা জনক পারফরম্যান্স করা অসমের ক্রিকেটাররা চাইছেন ত্রিপুরার বিরুদ্ধেই ঘুরে দাঁড়াতে। ডেনিশ দাস – রা প্রস্তুত রাজ্যের ক্রিকেটপ্রেমীদের ভালো খেলা উপহার দিতে। এখন পর্যন্ত মরশুমে তেমন সাফল্য পাননি জাতীয় দলের হয়ে খেলা রিয়ান পরাগ। রিয়ানও চাইছেন ত্রিপুরার বিরুদ্ধেই নিজের হারানো ফর্ম ফিরে পেতে। দু দলই প্রস্তুত আগামী চার দিন ভালো খেলা উপহার দিতে।
Ranji Trophy: জয়ের আত্মবিশ্বাস নিয়ে শনিবার অসমের বিরুদ্ধে মাঠে নামবে ত্রিপুরা।


Hot789vet is what it says on the tin. It’s decent! The UI doesn’t blow your socks off, but hey, it does the job. Give it a peek: hot789vet