টিএসএন ডেস্ক,২৬ আগস্ট।।
ত্রিপুরার দূরপাল্লার সাঁতারুরা এখন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। আগামী ৩১ আগস্ট মুর্শিদাবাদের বহরমপুরে গঙ্গা বক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম ৭৯ তম দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। সেখানে ৮১ কিলোমিটার এবং ১৯ কিলোমিটার দূরত্বের দুটি দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ত্রিপুরার দূরপাল্লার সাতারুরা সেখানে ১৯ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতায় অংশ নেবে। আন্তর্জাতিক পর্যায়ের এই দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রচুর সাঁতারুরা অংশগ্রহণ করবেন। সোমবার থেকে রাজ্য দলের সাঁতারুরা সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন এবং অনুশীলন করছেন। রাজ্য দল বিশেষ করে ছেলেদের বিভাগের সানমুন ত্রিপুরা, জাহির হোসেন ও রিয়াজ ত্রিপুরা; মেয়েদের বিভাগে বিউটি সূত্রধর ও রিয়া দেবনাথ গত শনিবার রেলপথে আগরতলা থেকে রওয়ানা হয়ে যথাসময়ে মুর্শিদাবাদে পৌঁছেছেন। উল্লেখ্য, গত বছর ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় ত্রিপুরার নয়ন দে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। এবারও রাজ্য দলের সাঁতারুরা আশাপ্রদ সাফল্য পাবে বলে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর থেকে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্য দলের সঙ্গে পাঁচ জন অফিসিয়ালও সেখানে পৌঁছেছেন।

