টিএসএন ডেস্ক,১৯ জুলাই।।
দুটি জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবে ত্রিপুরা। ব্যাঙ্গালুরুতে দুদিনব্যাপী ৪১ তম জাতীয় সাঁতারপ্রতিযোগিতা শুরু ৪ আগস্ট এবং ৩- ৭ আগস্ট গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ৫১ তম জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতা। আসরে অংশগ্রহণের জন্য ১৩ জুলাই বাধারঘাটের রাইমা সুইমিং পুলে অনুষ্ঠিত হয়েছিলো নির্বাচনী শিবির। ওই শিবির থেকে সাব জুনিয়র আসরের জন্য বাবুধন জমাতিয়া এববং জুনিয়র আসরের জন্য জন জমাতিয়া, রাকিব হোসেন বাবু,রোনেল চাকমা এবং সৌম্যজিৎ ভট্টাচার্য নির্বাচিত হয়েছে। কোচ হিসাবে সাবজুনিয়র বিভাগে বিনিত বি এবং জুনিযর বিভাগে মিহির ওহসেন নির্বাচিত হয়েছেন। জুনিযর বিভাগে রাজ্য দল ২৯ জুলাই এবং সাব জুনিয়র বিভাগে ৩ আগস্ট রেল পথে রওযানা হবে। রাজ্য সংস্থার সচিব বিষ্ণু সিং থাপা এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
Tripura Swimming: জাতীয় সাঁতার আসরের জন্য রাজ্য দলের ঘোষণা।
