Tripura Sports: সাবজুনিয়র পাওয়ার লিফটিংয়ে প্রথম দিনেই ত্রিপুরার ঝুলিতে পাঁচ পদক .

IMG 20250521 WA0001 scaled

টিএসএন ডেস্ক,২১ মে।।
  প্রথম দিনেই চমক দিলো ত্রিপুরার পাওয়ার লিফটাররা। প্রথম দিনেই ত্রিপুরার দখলে ২ টি রৌপ্য সহ ৫ টি পদক। মহারাষ্ট্রে কোলাপুরে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র পাওয়ার লিফটিং প্রতিযোগিতায়। বুধবার থেকে শুরু হয় আসর। প্রথম দিন ত্রিপুরার দখলে পাঁচটি পদক। রাজ্যকে পদক এনে দেয় সঙ্গিতা চৌধুরি এবং সীমরন আক্তার। ৪৩ কে জি বিভাগে সঙ্গিতা চৌধুরি ডেড লিফ্ট এবং ওভার অল বিভাগে রৌপ্য পদক জয় করে। এছাড়া ওই বিভাগেই সীমরন আক্তার ব্যাক স্কোয়াট, বেঞ্চ প্রেস এবং ওভার অলে বোঞ্জ পদক জয় করে। খেলোয়ারদের দুরন্ত পারফরম্যান্সে খুশি কোচ শম্ভুনাথ সাহা এবং ম্যানেজার রানা দেব। কোলাপুর থেকে টেলিফোনে এ খবর জানান ত্রিপুরা দলের ম্যানেজার। তিনি বলেন, আরও বেশ কয়েকটি পদক পাবো আমরা তা নিশ্চিন্ত। ২৫ মে পর্যন্ত চলবে আসর। সাব জুনিয়ার এবং জুনিয়র বিভাগের ত্রিপুরা আসরে অংশ নিয়েছে।
Tripura #sub-junior #powerlifting# medal#tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *