টিএসএন ডেস্ক,,২ সেপ্টেম্বর।।
সাফল্য পেলো ত্রিপুরার খুদে কিক বক্সের বিরাজ বণিক। ২৭-৩১ আগস্ট চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছিল ওয়াকো ইন্ডিয়া চিলড্রেন এবং ক্যাডেট জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ। দক্ষিণের ওই রাজ্যের নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আসর। তাতে ২৮ টি রাজ্যের খেলোয়াড়রা অংশ নিয়েছিলো। আসরে ত্রিপুরা থাকে ৩ সদস্যের দল অংশ নিয়েছিলো। আসরে দুর্ধর্ষ লড়াই করে রাজ্যের খুদে ফাইটার বিরাজ কিক লাইট এবং মিউজিক্যাল ফর্মস নামক ২ টি ভিন্ন ক্যাটাগরিতে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স হয়ে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করে। পাসাপাশি ত্রিপুরার নাম উজ্জ্বল করে। বিরাজের দুরন্ত পারফরম্যান্সে খুশি রাজ্য সংস্থার কর্তারা। আগামী দিনে বিরাজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন রাজ্য সংস্থার সচিব পিনাকি চক্রবর্তী। ৫ সেপ্টেম্বর আগরতলা ফিরে আসবে রাজ্য দলের খেলোয়াড়রা।
Tripura Sports: জাতীয় কিক বক্সিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছোট্ট বিরাজের।
