Tripura Sports: খোয়াইয়ে খো খো আসর। ঘোষণা পশ্চিম জেলার দল ।

FB IMG 1756751060499

টিএসএন ডেস্ক, ১লা জুলাই।।
         খোয়াই জেলায় অনুষ্ঠিত হবে রাজ্য স্কুল খো খো প্রতিযোগিতা। আসর সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় উদ্যোগ নিয়েছে উদ্যোক্তা জেলার স্কুল স্পোর্টস বোর্ড। মঙ্গলবার বিকেলে হবে আসরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলার আপ্রাণ চেষ্টা করে চলছেন উদ্যোক্তারা। আসরে অংশগ্রহণের জন্য পশ্চিম জেলার দল ঘোষণা করা হয়েছে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব হুলো পাল খেলোয়ারদের নাম ঘোষণা করেন। ঘোষিত দলে রয়েছে : বিশাল মজুমদার, বিল্টু সরকার, সুরজ বর্মন, বিপ্লব সূত্রধর, রিমন দে, অমৃত সরকার, পাপন দাস, শুভদীপ বর্মন, রাজদীপ শীল, দীপ্তনু বণিক, সায়নদ্বীপ দেব , সঞ্জীত দেবনাথ, বালিকা বিভাগে অন্তরা শীল, অর্পিতা দাস, প্রিয়া দে, দিয়া দাস, বর্ষা ভট্টাচার্য, সঞ্চিতা সাঁওতাল, রেশমি কর্মকার, লিজা দেববর্মা, নন্দিনী দেবনাথ, কাঞ্চন দেবী ত্রিপুরা, জয়শ্রী দেবনাথ এবং রাশি দাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *