Tripura Sports: মার্শাল আর্টে রাজ্য সেরা উত্তর জেলা

IMG 20250531 WA0003

টিএসএন ডেস্ক ,৩১ মে।।

রাজ্য সেরা হলো উত্তর জেলা। রানার্স হলো উনকোটি জেলা। তৃতীয় বর্ষ রাজ্য মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতায়। শনিবার তেলিয়ামুড়া রাঙ্গামুড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় রাজ্য আসর। তাতে সারা রাজ্য থেকে ৯৫ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। ২৮ টি ইভেন্টে হয় খেলা। উপস্থিত ছিলেন এস ডি পি ও ধরনি দাস, রাজ্য স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর এবং রাঙ্খল ইয়ুথ অ্যাসোসিয়েশনের সচিব লাল রিং রাঙ্খল। সারাদিনব্যাপী হয় ওই অনুষ্ঠান। জানা গেছে, আসর থেকে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় নজরে পড়েছে উদ্যোক্তাদের। এছাড়া এবারের আসর থেকে জাতীয় আসরের জন্য খেলোয়ার বাছাই করা হয়। রাজ্য স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর দুর্দান্তভাবে আসরটি পরিচালনা করতে সহায়তা করেন। সন্ধ্যায় হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।‌

#Tripura #sports#North#dist#tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *