টিএসএন ডেস্ক, ৮ এপ্রিল।।
ফাইনালে উঠলো ছৈলেংটা জোন। মঙ্গলবার আসরের প্রথম সেমিফাইনালে ছৈলেংটা জোন ২৪১ রানের বড় ব্যবধানে পরাজিত করে ছামনু জোনকে। মহকুমা ক্রিকেট সংস্থায় আয়োজিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে। এ দিল মাধব চন্দ্র স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় ছিনিয়ে নেয় ছৈলেংটা জোন। ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের সম্মান অর্জন করে বিজয়ী দলের আকাশ চাকমা। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে ছৈলেংটা জোন বিশাল ২৯৩ রান করে। দলের পক্ষে সন্দীপ রায় ১৩৭ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১১, আকাশ চাকমা আটটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ এবং সায়ন ঘোষ ৭১ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করে। দল অতিরিক্ত হাতে পায় ৭৭ রান। ছামনু জোনের পক্ষে অনুরাগ বড়ুয়া ৬২ রানে পাঁচটি এবং অরূপ দাস ২১ রানে চারটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে বিশাল রানের নিচে চাপা পড়ে যায় ছামনু জোন। দল মাত্র ৫৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তাপস চাকমা ১৫ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং শুভম বড়ুয়া ১২ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। ছৈলেংটা জোনের পক্ষে আকাশ চাকমা ১০ রানে, নীরব চাকমা ২১ রানে এবং রাজ ভৌমিক ২১ রানে তিনটি করে উইকেট দখল করে।