টিএসএন ডেস্ক, ১৮ মে।।
স্বাস্থ্য ও পরিবেশবান্ধব জীবনযাত্রার বার্তা ছড়িয়ে দিতে আগরতলা রবিবার সকালেই চাকা ঘোরাতে শুরু করলো জাতীয় পর্যায়ের “সাইকেল অন সানডে” আন্দোলনের অংশ হিসেবে—যেটি শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের অনুপ্রেরণায়। এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্বল্প দূরত্বে সাইকেল ব্যবহারের অভ্যাস গড়ে তোলা, দূষণ হ্রাস, এবং নাগরিকদের মধ্যে সুস্থ জীবনধারার চেতনা গড়ে তোলা।কর্মসূচির আয়োজক ছিল সেন্ট্রাল জিএসটি কমিশনারেট, আগরতলা, সহযোগিতায় আগরতলা সাইকলোহলিকস ফাউন্ডেশন, এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর সমর্থনে।

সেন্ট্রাল জিএসটি ভবন থেকে শুরু হয়ে সাইকেল র্যালিটি প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে উজ্জয়ন্ত প্যালেস, মাট চৌমুহনী, এবং সচিবালয় কমপ্লেক্স-এর মতো শহরের গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে।র্যালিতে অংশ নিয়েছেন ৪০ জনেরও বেশি সাইক্লিস্ট, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা সাইক্লিস্টও ছিলেন। সকলেই একত্রে সমাজে অন্তর্ভুক্তি, সুস্বাস্থ্য এবং পরিবেশ সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিয়েছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী গোপেশ দেবনাথ, আগরতলার বাইসাইকেল মেয়র এবং আগরতলা সাইকলোহলিকস ফাউন্ডেশন-এর প্রধান প্রতিনিধি, শ্রী অরিন্দম গগৈ, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে, এবং ডঃ ভারতী নিগম, ত্রিপুরা স্পোর্টস স্কুলের সহ-পরিচালক।

সেন্ট্রাল জিএসটি অফিসের সিনিয়র অফিসাররাও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন এবং আন্তঃবিভাগীয় সহযোগিতার এক শক্ত বার্তা প্রদান করেন।এই উপলক্ষে বাইসাইকেল মেয়র গোপেশ দেবনাথ বলেন, “সাইকেল অন সানডে শুধুমাত্র সাইকেল চালানোর দিন নয়—এটা আমাদের রাস্তাগুলি পুনরুদ্ধার করার, আমাদের স্বাস্থ্য ফিরিয়ে আনার এবং আমাদের শহরগুলিকে নতুনভাবে কল্পনা করার আন্দোলন। আগরতলাকে আমরা ভবিষ্যতের জন্য সাইকেল-প্রস্তুত করে তুলতে গর্বিত।”অনুষ্ঠান শেষে টি-শার্ট, অংশগ্রহণ সনদপত্র, এবং রিফ্রেশমেন্ট বিতরণ করা হয়। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ, এই র্যালি একটি ধারাবাহিক “সাইকেল অন সানডে” অনুষ্ঠানের সূচনা করে যা বিভিন্ন সামাজিক ও পরিবেশগত বিষয় ঘিরে পরিকল্পিত হচ্ছে এবং যার মধ্যে থাকবে স্কুল, কলেজ, সরকারি দপ্তর এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ।