টিএসএন, ২২ মে।।
বল হাতে বিধ্বংসী স্নেহাশীষ পাল। স্নেহাশীষ ভেলকিতে কুপোকাৎ বোধজং স্কুল। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত: স্কুল ক্রিকেটে। বৃহস্পতিবার তালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন ৬ উইকেটে পরাজিত করে বোধজং স্কুলকে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে স্নেহাশিসের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় বোধজং স্কুল। দলের পক্ষে রত্নদ্বীপ ঘোষ ১৪ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, সায়ন ধানুক ১৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং প্রীয়াব শর্মা ২৮ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বাধিক পায় ২৩ রান। বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন এর পক্ষে স্নেহাশীষ পাল ৬ রানে পাঁচটি, তানিস্ক চক্রবর্তী ছয় রানে এবং আকাশ দেবনাথ ১৫ রানে দুটি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে নয় ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন। দলের পক্ষে তানিস্ক চক্রবর্তী ২২ বল খেলে দুটি বাউন্ডারি একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, সাগর সূত্রধর ১৫ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ২৩ এবং অতনু রায় চার বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দুই ম্যাচ খেলে দুটিতেই পরাজিত বোধজং স্কুল।
tripura #school #cricket #tsn