Tripura Paralympic Committee: রাজ্য প্যারা অলিম্পিক সংস্থার নয়া কমিটি।চেয়ারম্যান শঙ্করী রায়।

IMG 20250908 192500

টিএসএন ডেস্ক,৮ সেপ্টেম্বর।।
      গঠিত হলো নতুন কমিটি। ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের। গঠিত কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শঙ্করী রায়। এছাড়া আহ্বায়ক রাজীব ঘোষ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিশাল সিং সোলাঙ্কি। ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার এম এল প্লাজার মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংস্থার বার্ষিক সাধারণ সভা। উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা


সাধারণ মানুষকে সুলভে সুচিকিৎসা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল।আগামীকাল ১০টাকার বহির্বিভাগে (OPD) যে সমস্ত অভিজ্ঞ চিকিৎসকেরা পরিষেবা দেবেন:

img 20250908 wa0000471702091424385201

সভায় অলম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষে এডভারিসারি বোর্ডের চেয়ারম্যান রতন সাহা, সহ-সভাপতি স্বপন সাহা এবং সম্পাদক সুজিত রায় উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় এখন থেকে ওই ১৫ সদস্যের এডহক কমিটি রাজ্যে প্যারা অলিম্পিক সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতা ও অন্যান্য কর্মসূচি পরিচালনা করবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্যারা অলৌকিক প্রতিযোগিতা অন্যান্য কর্মসূচিতে ত্রিপুরা দল প্রেরণ করবে। কি খবর জানান সংস্থার  আহ্বায়ক রাজীব ঘোষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *