টিএসএন ডেস্ক, বিলোনিয়া।।
সারা রাজ্যের সঙ্গে বিলোনিয়া মহকুমায় ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো দক্ষিণ জেলা জাতীয় ক্রীড়া দিবস। অনুষ্ঠানটি হয় পুরাতন টাউন হলে। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক হেমেন্দ্র দেববর্মা, ক্রীড়া দপ্তরের সহকারী আধিকারিক মিহির শীল এবং দক্ষিণ জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব বাবুল চন্দ্র দেব প্রমুখ। অনুষ্ঠানে ওই জেলার ৬ জন কৃতি খেলোয়াড়কে সংবর্ধিত করা হয়। ওই খেলোয়াড়রা হলো: স্বর্ণপদক জয়ী যোগা খেলোয়ার কৃত্তিকা দত্ত, ব্রোঞ্জ পদক জয়ী ভারত্তোলক সঙ্গীতা চৌধুরী, জুডোকার সুমি মগ, অ্যাথলিট রাহুল সরকার, দাবাড়ু অগ্রজিৎ পাল এবং ফুটবলার পিটার্সন ত্রিপুরাকে। এছাড়া দক্ষিণ জেলার সেরা কোচ হিসেবে গৌতম সিনহা, লাইফ টাইম এচিভমেন্ট দীপা গোস্বামীকে এবং সেরা অর্গানাইজার বাবুল চন্দ্রদেবকে সংবর্ধিত করা হয়। শেষে হকির জাদুকর ধ্যানচাঁদ সম্পর্কে বক্তব্য রাখেন মিহির শীল।
Tripura News: ক্রীড়া দিবসে বিলোনিয়াতে সংবর্ধিত ৯ জন।
