টিএসএন ডেস্ক,১২ জুন।।
পুনেতে নবম এসএনবিপি জাতীয় অনূর্ধ্ব ১৬ হকি প্রতিযোগিতা শুরু ১ অক্টোবর। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। ওই রাজ্যের শ্রী শিব ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্সে হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। আসরে অংশগ্রহণের জন্য ১৩ জুলাই হবে নির্বাচনী শিবির। এ ডি নগর পুলিশ হকি গ্রাউন্ডে। ঐদিন সকাল ১১ টায় শুরু হবে নির্বাচনী শিবির। অংশ নিতে ইচ্ছুক হকি খেলোয়ারদের বয়সের প্রমাণপত্র এবং আধার কার্ড নিয়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন হকি ত্রিপুরা সংস্থার যুগ্ম সচিব আশীষ দেব। জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই আসরে এন্ট্রি নিতে হবে। তাই বাধ্য হয়েই প্রায় দু মাস আগে নির্বাচনের শিবির করতে হচ্ছে রাজ্য সংস্থাকে। শিবির থেকে বাছাই করা খেলোয়ারদের নাম রেজিস্ট্রেশন করবে রাজ্য সংস্থা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়ারদের শিবিরে উপস্থিত থাকার জন্য যুগ্ম সচিব অনুরোধ করেছেন।
Tripura Hockey: এসএনবিপি জাতীয় হকি আসরের জন্য রবিবার অনুষ্ঠিত হবে রাজ্য দলের শিবির.।
