ডেস্ক রিপোর্টার, ১লা সেপ্টেম্বর।।
রাজ্য স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু মঙ্গলবার থেকে। উনকোটি জেলার কুমারঘাট মহকুমায় হবে রাজ্য আসর। আসরে অংশ গ্রহণের জন্য অনূর্ধ্ব ১৭ বালক এবং বালিকাদের ২০ সদস্যের শক্তিশালী দল পশ্চিম জেলার দল ঘোষণা করা হয়েছে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব হুলো পাল খেলোয়ারদের নাম ঘোষণা করেন। তিনি আশা করেন রাজ্য আসরে ভালো খেলবে জেলার খেলোয়াররা। ঘোষিত দলে রয়েছে :হ্যান্ডবল : রাজীব বিশ্বাস, সায়ন রুদ্র পাল, রজত সূত্রধর, দ্বীপ বিশ্বাস, তুষার স্বর্ণকার, বিভাস কুমার রুদ্র পাল, কৃষাণ পাল, প্রীতম বণিক, দীপঙ্কর দাস, সানিয়া পারভীন, আলিসা পাল, মনোপ্রিয়া সরকার, বর্ষা নম, পূর্ণিমা সরকার, শর্মিষ্ঠা বিশ্বাস, প্রিয়া সরকার, আরশীতা নম, খুশি দাস এবং রাবেয়া আক্তার। কোচ: সুস্মিতা দেবনাথ। ট্রেনার: রাজবেন্দ্র ভট্টাচার্য।