Tripura Handball: হ্যান্ডবল ক্লাব মিট শুরু হচ্ছে ১০জুন থেকে।

Screenshot 2025 05 18 20 19 40 37 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক,১৮ মে।।
        ক্লাব মিট হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হবে ১০ জুন থেকে। চলবে ১৪ জুন পর্যন্ত। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এবং এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে হবে ওই আসর। রবিবার রাজ্য সংস্থার কর্তাদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বৈঠকে। সিদ্ধান্ত হয়, সাব জুনিয়র বালক এবং বালিকাদের রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতা করার। এর জন্য অমরপুরের সিনিয়র হ্যান্ডবল কোচ পটু রায়ের উপর দায়িত্বভার দেওয়া হয়েছে ওই আসর করার জন্য। সিদ্ধান্ত হয়, জাতীয় জুনিয়র আসরের দল পাঠানো হবে। ওই লক্ষ্যে ২৫ মে সকাল ১১ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনের হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত হবে নির্বাচনী শিবির। এদিকে ৪৭ তম জাতীয় সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হবে ১৮ জুন থেকে। আসরের অংশ নেবে ত্রিপুরা সেই লক্ষ্যে আগামী দু’একদিনের মধ্যে নির্বাচনী শিবিরের দিনক্ষণ ঠিক করা হবে। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয় সিনিয়র মেয়েদেরও পাঠানো হবে জাতীয় আসরে। বৈঠক শেষে এ খবর জানান রাজ্য সংস্থার সচিব লিটন রায়। তিনি বলেন, ত্রিপুরার হ্যান্ডবলকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বিভিন্ন পরিকল্পনা নিচ্ছি। এদিনের সভায় সদ্য সমাপ্ত রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স আসরে তৃতীয় স্থান দখল করা ড:‌ কান্তা দেবকে অভিনন্দন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *