টিএসএন ডেস্ক, ৬মে।।
পুনেতে অনুষ্ঠিত জাতীয় আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে চারটি স্বর্ণ পদক দখল করলো রাজ্যের মেয়ে শ্রীপর্ণা দেবনাথ। শ্রীপর্ণা তার পারফর্মেন্সের মাধ্যমে উজ্জ্বল করেছে রাজ্যের নাম। রাজ্যের মেয়ে শ্রীপর্ণার এই সাফল্যে ভুয়সী প্রশংসা করেছেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রীপর্ণার একটি ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন।

তিনি লিখেন, “এই অনন্য অর্জনের জন্য শ্রীপর্ণাকে অন্তরের গভীর থেকে জানাই অসীম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে সে আরও সাফল্য ও সম্মান অর্জন করুক—এই শুভকামনা জানাই।”
tripura #artistic# gymnastic#pune#tsn