টিএসএন ডেস্ক,১৩ জুলাই।।
গঠিত হলো নতুন কমিটি। ত্রিপুরা গলফ সংস্থার। রবিবার এম এল প্লাজাতে হয় সংস্থার বার্ষিক সাধারণ সভা। ওই সভায় ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ডেভিড দেববর্মা, সহ-সভাপতি সঞ্জীব কুমার দেববর্মা, বিশ্বেন্দু ভট্টাচার্য, বিপ্লব নাথ, সুশান্ত দেববর্মা, যুগ্ম সচিব আশিষ সেন, স্নেহা দেববর্মা এবং কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন সঞ্জয় কুন্ডু।

প্রসঙ্গত রাজ্য গলফ কমিটির সহ-সভাপতি বিশ্বেন্দু ভট্টাচার্য একজন সিনিয়র সাংবাদিক। তিনি জাতীয় স্তরের একটি ইংরেজি দৈনিকের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট।বিশ্বেন্দু ভট্টাচার্য জড়িত রয়েছেন রাজ্যের সাংবাদিকদের বৃহত্তর সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট’স – র সঙ্গে।তিনি এই সংগঠনের সম্পাদক।সাংবাদিকতার পাশাপাশি রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে “ক্রীড়া সংগঠক” হিসাবে নিজেকে তুলে ধরেছেন তিনি।