Tripura Football: বজনের হ্যাট্রিক, সাইয়ের কাছে আত্মসমর্পণ আমরা কজনার।

IMG 20250519 193710

# সাই – ০ ৬

# আমার কজনা- ০২

টিএসএন ডেস্ক,১৯ মে।।

হ্যাটট্রিক সহ চার গোল বজন ভিলের। তাতেই বড় ব্যবধানে জয় পেলো সাই। হাফ ডজন গোলে বিধ্বস্ত করলো আমরা ক’‌জনাকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোমবার বিকেলে প্রথম ম্যাচে শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলছিল সাই-‌এর ফুটবলাররা। দক্ষতা ,শক্তি এবং গতি – তিন বিভাগেই আমরা ক’‌জনার অনভিজ্ঞ ফুটবলারদের থেকে এগিয়ে ছিলেন সাইয়ের ফুটবলাররা। তবে প্রথম গোল পেতে ৪০ মিনিট অপেক্ষা করতে হয় সাইকে। এর আগে দুটি গোল হজম করেছিল সাই। ১১ মিনিটে লেথা জমাতিয়া এবং ২৬ মিনিটে পুষ্প জমাতিয়া গোল করে এগিয়ে দিয়েছিলেন আমরা ক’‌জনাকে। প্রথমার্ধের শেষ দিকে জ্বলে ওঠে সাই-‌এর ফুটবলাররা। ৪০ মিনিটে বজন ভিল ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে ম্যাচের চাকা নিজেদের দিকে তুলে নেয় সাইয়ের ফুটবলাররা। ৬২ মিনিটে আসলাম কুমার রিয়াং, ৭২ মিনিটে সাজেস রিয়াং গোল করেন। এরপর ৭৮, ৮৩ এবং ৮৭ মিনিটে পরপর তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করে দেন বজন ভিল। শেষ পর্যন্ত ৬-২ গোলে জয় পায় সাই। ম্যাচটি পরিচালনা করেন পল্লব চক্রবর্তী।

#Tripura #Football #c – division #tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *