টিএসএন ডেস্ক,৮ ডিসেম্বর।।
প্রত্যাশিতভাবে দ্বিমুকুট দখল করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। লিগ জয়ের পর সোমবার মহিলা নকআউট ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল কার্যত বিধ্বস্ত করে জম্পুইজলা প্লে সেন্টারকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত আসরে এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলারদের অনেকটা পেছনে ফেলে শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য দেখাতে থাকে কেয়া দেববর্মারা। শুরু থেকেই ক্রমাগত আক্রমণ জম্পুইজলা প্লে সেন্টারের রক্ষণভাগে চির ধরে। আর তাতেই সাফল্য পেয়ে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রথম গোল পেতে স্পোর্টস স্কুলকে অপেক্ষা করতে হয় মাত্র চার মিনিট। দলের হয়ে প্রথম গোলটি করেন কেয়া দেববর্মা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলকে। প্রথমার্ধেই বিজয়ী দল এগিয়ে যায় ৪-০ গোলে। শেষ পর্যন্ত ওই ব্যবধান বজায় রেখে খেতাব জয় করে দেয় স্পোর্টস স্কুল। দলের পক্ষে বিনাতা সিনহা ১২ মিনিটে, ৩০ মিনিটে সোনিয়া সিনহা এবং ৩২ মিনিটে থানপুই ডার্লিং গোল করেন। দ্বিতীয় আর্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও তা জালে ঠেলতে ব্যর্থ হয়েছেন ত্রিপুরার স্পোর্টস স্কুলের ফুটবলাররা। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা। ফাইনাল ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের কেয়া দেববর্মা। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চ্যাম্পিয়ন এবং রানাস দলকে ট্রফি সহ প্রাইজ মানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ১৫ এবং ১০ হাজার টাকা।
Tripura Football: ত্রিপুরা স্পোর্টস স্কুলের দ্বিমুকুট দখল ।


77ph has a fun selection and ease of access that have made returning a regular part of the rotation. Give them a look if you’re interested. Click here for the goodies 77ph