টিএসএন ডেস্ক,২২ নভেম্বর।।
মহিলা ফুটবলের মহারণ রবিবার। বৈকুণ্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং ত্রিপুরা পুলিশ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। ওই ম্যাচে লড়াই হবে মূলত তারুণ্যের গতি বনাম অভিজ্ঞতার মধ্যে। এক ঝাঁক নবাগত ফুটবলারদের নিয়ে এ বছর দল গড়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। অপরদিকে গুলটি চৌধুরীদের অভিজ্ঞতা স্পোর্টস স্কুলের ফুটবলারদের থেকে অনেক বেশি। এখন দেখার কোন দল খেতাব জয় করে। ফুটবল প্রেমীদের মতে আজ কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে কল্পনা দেববর্মার ত্রিপুরা স্পোর্টস স্কুল। তবে গেলো বারের চ্যাম্পিয়ন দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ত্রিপুরা পুলিশের ফুটবলাররা। ফলে লড়াই হবে জমজমাট। এদিকে দুপুর ২ টায় তৃতীয় স্থান দখলের লড়াইয়ে জম্পুইজলা প্লে সেন্টার খেলবে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
Tripura Football: বৈকুণ্ঠ নাথ স্মৃতি ফুটবলে স্পোর্টস স্কুলের সামনে -ত্রিপুরা পুলিশ।


Logging in to 161betlogin is super easy, which is a plus. I found the games quickly! Their mobile app is solid, too. So far so good!