Tripura Football: সাব জুনিয়র ফুটবলে সেমিতে ত্রিপুরা। সামনে তামিলনাড়ু।

IMG 20250904 222927

টিএসএন ডেস্ক,৭ নভেম্বর।।
     প্রত্যাশিতভাবেই সেমিফাইনালে উঠলো ত্রিপুরা।। ফাইনালে যাওয়ার লড়াই য়ে ত্রিপুরা খেলবে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে। রবিবার হবে ম্যাচটি। অনূর্ধ্ব ১৪ বালকদের সাব জুনিয়র ফুটবলে। শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুরে ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় অপেক্ষাকৃত দুর্বল আন্দামান-নিকোবর এর বিরুদ্ধে। ওই রাজ্যের রামকৃষ্ণ মিশন স্কুল মাঠে ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরার ফুটবলাররা। ম্যাচে ত্রিপুরা জয় লাভ করে ৮-০ গোলে। শুরু থেকেই ত্রিপুরার ফুটবলারদের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আন্দামান নিকোবর এর রক্ষণভাগের ফুটবলাররা। আর তাতেই ত্রিপুরার জয় সহজ হয়ে যায়। রাজ্য দলের পক্ষে হ্যাটট্রিক করে সান জমাতিয়া। এছাড়া আকাশ রিয়াং দুটি, মাসকারারিয়ান, প্রদীপ পার্শী এবং সায়ন দাস একটি করে গোল করে। প্রথমার্ধে ত্রিপুরা এগিয়েছিলো ৩-০ গোলে। জানা গেছে, প্রথম ম্যাচ খেলার পর ত্রিপুরা দলের বেশ কয়েকজন ফুটবলার চোট আঘাত জনিত সমস্যায় ছিলো। ফলে প্রথমার্ধে তেমন ভাবে খেলতে পারেনি রাজ্য দলের ফুটবলাররা। খেলা শেষে ছত্তিশগড় থেকে টেলিফোনে ত্রিপুরার সফল কোচ কানাই যাদব বলেন, দুরন্ত খেলেছে ছেলেরা। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো। এ দিনের দুরন্ত জয় সেমিফাইনালে মাঠে নামার আগে মনোবল কয়েকগুণ বাড়িয়ে দিল। যে খেলা ছেলেরা খেলেছে তা যদি বজায় থাকে আমরা ফাইনালে তেলেঙ্গানার বিরুদ্ধে আমরাই খেলবোই। তবে তামিলনাড়ু যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে। খুশি দলের ম্যানেজার সুব্রত দত্ত রায়ও।


One thought on “Tripura Football: সাব জুনিয়র ফুটবলে সেমিতে ত্রিপুরা। সামনে তামিলনাড়ু।

  1. 33winb is pretty awesome! The variety of the games is very high, you can always find something different to play. The support is also very helpful and quick to respond! Give them a look! Check them out: 33winb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *