Tripura Football: আগামী কাল রামকৃষ্ণের সামনে কল্যাণ সমিতি।

IMG 20250701 220605 2

টিএসএন ডেস্ক,১৩ জুলাই।।
           রাখাল শিল্ডে সোমবার মাঠে নামছে শেষ বারের রানার্স রামকৃষ্ণ ক্লাব। প্রতিপক্ষ কল্যাণ সমিতি। এদিন সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে বিজয়ী  দল পৌঁছে যাবে সেমিফাইনালে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে কৌশিক রায়ের রামকৃষ্ণ ক্লাব। তবে কল্যাণ সমিতি কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত। দু দলই রয়েছে ভিন রাজ্যের বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার। দু দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। এদিন সকালে অনুশীলন শেষে রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায় বলেন, আসরের প্রথম ম্যাচ তাই অগ্রিম কিছু বলা মুশকিল। তবে বিশ্বাস করি ছেলেরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে দলকে সেমিফাইনালে তুলবেই। হতাশ করবে না দলীয় কর্মকর্তাদের। তবে জয় পেতে হলে অবশ্যই মাঝমাঠ দখলে নিতে হবে। তা করতে পারলেই আমরা সেমিফাইনালের টিকিট কেটে নিতে পারবো। অপরদিকে কল্যাণ সমিতির কোচ আবু তাহেরও জয় পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। বলেন, দলের দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছে। যারা যে কোনও সময় ম্যাচের চাকা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আশা করি ফুটবলাররা নিজেদের প্রথম ম্যাচে সেরাটা নিংড়ে দেবে মাঠে। এবং দলকে সাফল্য এনে দেবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *