টিএসএন ডেস্ক,২৪ মে।।
পরাজয় যেন পিছপা ছাড়ছে না আমরা ক’জনা-র। শুক্রবার সবুজ সংঘের বিরুদ্ধেও পরাজিত হলো আমরা ক’জনা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের এদিন শুরু থেকে সবুজ সংঘকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আমরা ক’জনার ফুটবলাররা। ম্যাচ যত এগিয়েছে ততই দমের অভাব লক্ষ্য করা যায় আমরা ক’জনার ফুটবলারদের মধ্যে। ওই সুযোগের পুরো ফায়দা তুলেন সবুজ সংঘের ফুটবলাররা। এবং ১২ মিনিটের মধ্যে তিনটি গোল দিয়ে জয় নিশ্চিত করে নেয় সবুজ সংঘ। প্রথমার্ধের শেষ মিনিটে সবুজ সঙ্ঘকে এগিয়ে দেন বিকি দেববর্মা। বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ান সবুজ সংঘের ফুটবলাররা। আর তাতে আসে সাফল্য। ৫৪ মিনিটে মানিক মলশুম গোল করে ব্যবধান বাড়ান। ৬৭ মিনিটের মাথায় বিজন জমাতিয়া দলের পক্ষে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করে দেন। এরপর ম্যাচে ফেরার জন্য আমরা ক’জনার ফুটবলার আপ্রাণ চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। রেফারি সুকান্ত ধর হলুদ কার্ড দেখান বিজয়ী দলের সুরজিৎ ধরকে।
#tripura #football #c – division #tsn