Tripura Football: দলের ভালো খেলা উপহারের প্রত্যাশায় বিমল।

IMG 20250715 WA0388

টিএসএন ডেস্ক, ১৬ জুলাই।।
         লক্ষ্য খেতাব জয় করা। পাশাপাশি রাজ্যের ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই এবছর মাঠে নামছে ঐতিহ্যবাহী ব্লাড মাউথ ক্লাব। আজ প্রতিপক্ষ টাউন ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শিল্ড নকআউট ফুটবলে। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ক্লাবের কমলা-‌কালো জার্সি তুলে দেওয়া হয় ফুটবলারদের হাতে। এক ঝাঁক প্রতিভাবান ফুটবলারদের নিয়ে এ বছর দল গড়েছে ব্লাড মাউথ ক্লাব। দলে স্থানীয় সাতজন ফুটবলারের পাশাপাশি রয়েছেন মণিপুরের সাতজন, কেরলের ৬ জন এবং কলকাতার ৩ জন ফুটবলার। সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি তথা প্রাক্তন প্রখ্যাত কোচ বিমল রায় চৌধুরী বলেন, প্রতিবছরই আমরা ভালো দল গড়ার চেষ্টা করে থাকি। পাশাপাশি রাজ্যের ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য থাকে। এই লক্ষ্যেই এ বছর গড়া হয়েছে দল। আশা করি ফুটবলাররা হতাশ করবে না। ভালো খেলে ক্লাবকে সাফল্য এনে দেবেই ফুটবলাররা। এবছর দলে রয়েছে তিনজন কোচ। চিফ কোচের দায়িত্বে থাকছেন কর্নেন্দু দেববর্মা। সহকারি কোচের দায়িত্বে থাকছেন মৃদুল মজুমদার এবং গোলকিপার কোচের দায়িত্বে থাকছেন কানাই যাদব। প্রায় ৩৫ লাখ টাকা বাজেটের এবছর দল গড়া হয়েছে। ক্লাবের জার্সি স্পন্সর করেছে এবি কনস্ট্রাকশন। এদিন সাংবাদিক সম্মেলনে এ ছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের পক্ষ থেকে উৎপল গুপ্ত, শেখর দত্ত এবং দিলীপ সেনগুপ্ত। এবছর ঐতিহ্যবাহী ক্লাবের জার্সি গায়ে দিয়ে মাঠে নামবেন কেরলের বিশাল বিজয়, মোহাম্মদ রফি, জিষ্ণু পি, অভিনব সি এ, আফদল ভারিকোড্ডান, কলকাতার সুরোজ দাস, আসিফ আলী মোল্লা, ইমরান আজহারউদ্দিন, মনিপুরের শান্তি কুমার সিং, সুরজ মাইতি, রতন সিং, দক্ষিণেশ্বর সিং, স্থানীয় ফুটবলারদের মধ্যে কুমার সৎনম ঘোষ, আচাইফান জমাতিয়া, স্টিফেন পল ডার্লং, প্রীতম সরকার, জাভেদ ডার্লং এবং ডেভিড রিয়াং। এবছর দলকে নেতৃত্ব দেবেন জাবেদ ডার্লং। প্রথম বর্ষ ব্লাড মাউথ ক্লাবকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিতে বদ্ধপরিকর জাবেদ। ‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *