টিএসএন ডেস্ক,১৮ জুলাই।।
দর্শকাকীর্ণ উমাকান্ত মিনি স্টেডিয়াম। সেমিফাইনাল ম্যাচ হিসেবে নিরপেক্ষ দর্শকরা যা চেয়েছিলেন, মাঠে যেন পুরোপুরি সেটাই পেয়েছেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়ম মেনে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের দিকে। ত্রিপুরা ফুটবলের অশোসিয়েশন আয়োজিত নীল জ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচের জমজমাট লড়াই দর্শকরা দারুণভাবে উপভোগ করেছেন। শুরু থেকেই একেবারেই যেন সেয়ানে সেয়ানে লড়াই। আক্রমণ প্রতি আক্রমণের পাশাপাশি পরস্পর বিরোধী লড়াকু খেলায় গোল শূন্য প্রথমার্ধের পর দু’দলের খেলোয়ারদের পরবর্তী সময়ে আরও যেন তাঁতিয়ে দেয়। নাইন বুলেটস এর তারুণ্যের গতি রোধ করতে ফরওয়ার্ডের মত ব্যালেন্স টিমকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। অনূর্ধ্ব ২২ বিশেষ করে যুবাদের নিয়ে গড়া নাইন বুলেটস মূলতঃ প্রতিভার পরিস্ফুটন ঘটায়। ঠিক ৩৮ মিনিটের মাথায় দারুন একটা সুযোগের সঠিক ব্যবহার করে নেয় অনেকটা মাঝ মাঠ থেকে শিবার বাড়িয়ে দেওয়া গোল স্ট্রাইকার মনীষ দুর্দান্তভাবে হেড করে ফরওয়ার্ডের জাল নাড়িয়ে দেয়। সেইসাথে লিড পায় নাইন বুলেটস। নকআউট টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ একমাত্র গোলটির যথেষ্ট মূল্য রয়েছে। রক্ষণভাগ যথেষ্ট শক্ত করে তুলে। চীনের প্রাচীর গড়ে মূল্যবান গোলটি সুরক্ষিত রাখার চেষ্টায় বিন্দুমাত্র ত্রুটি রাখেনি। প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ বলে কথা অবশেষে যা হবার তাই হয়েছে। ৬ মিনিটের ইনজুরি টাইমের একেবারে শেষ সময়ে ফরোয়ার্ড ষ ক্লাবের সুযোগ সন্ধানী কেরেলিয়ান স্ট্রাইকার সেন্থামিস গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত সময়ের খেলা এক-এক গোলে ড্র অবস্থায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের খেলায় প্রথমার্ধের ৭ মিনিটে সুযোগ সন্ধানী ছঙছাং একটি গোল করে দলকে ফের দুই-একে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত দুই-এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে ফরওয়ার্ড ক্লাব ফাইনালে পৌঁছে মাঠ ছাড়ে।
Tripura Football: টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচে বুলেটসকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে ফরোয়ার্ড।
