টিএসএন ডেস্ক,১৭ এপ্রিল।।
গ্রুপ বিন্যাস আজ। তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের। ৪ মে থেকে শুরু হবে ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল। রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে। ওই আসরে অংশ নেওয়া ১৬ দলের কর্তাদের নিয়ে শুক্রবার হবে লীগ কমিটির বৈঠক। রাজ্য ফুটবল সংস্থার অফিস বাড়িতে। সন্ধ্যা সাড়ে ছয়টায়। ওই বৈঠকেই গ্রুপ বিন্যাস করা হবে। পাশাপাশি আসরের উদ্বোধনী ম্যাচে কোন দুই দল মুখোমুখি হবে তাও চূড়ান্ত হতে পারে। এ বছর আসরে অংশ নিচ্ছে কদমতলা যুব সংস্থা, আনন্দ ভবন, ইউ বি এস টি, সাই স্যাগ, ইয়ুথ ক্লাব, ভারতরত্ন সংঘ, সিমনা তোমাকি ক্লাব, পানথুই, কেশব সংঘ, জম্পুইজলা প্লে সেন্টার, স্বামী বিবেকানন্দ ক্লাব, বিবেকানন্দ ক্লাব, ইকফাই, সবুজ সংঘ, উমাকান্ত কোচিং সেন্টার এবং আমরা ক’জনা। জানা গেছে এ বছর অনেকটা শক্তিশালী দল গড়েছে স্বামী বিবেকানন্দ ক্লাব। রাজ্যের এক সিনিয়র ফুটবলার তথা কোচ ওই দল গঠনের মুখ্য ভূমিকা নিচ্ছেন। এদিকে আসরে অংশ নেওয়া অন্য দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গেছে। লীগ কমিটির বৈঠকে আসরে অংশ নেওয়ার ১৬ দলের কর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য লীগ কমিটির সচিব তপন সাহা অনুরোধ করেছেন।
#tripura #football #c – division #tsn
Tripura Football: আগামী ৪ মে থেকে শুরু তৃতীয় ডিভিশন ফুটবল।

Sir c-division khalna kiliya trial dana para ga na or Sri ya c-division league Agartala pa hoga na
Sir c-division khalna kiliya trial dana para ga na or c-division league Agartala pa hoga na