টিএসএন ডেস্ক, ২৭ জুলাই।।
অমরপুরে ২৮-৩০ জুলাই ৬৪তম সুব্রত কাপ অনুর্ধ ১৭বছর বালিকাদের রাজ্য আসর অনুষ্ঠিত হবে। ওই আসরে অংশ নেবে ত্রিপুরা স্পোর্টস স্কুল।শনিবার সন্ধ্যায় টুর্নামেন্টে অংশগ্রহনকারী বিগত বেশ কয়েক বছরের রাজ্য চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল দলের ফুটবলারদের হাতে জার্সি তুলে দেন স্কুলের প্রধান তথা সহকারী অধিকর্তা ডঃ ভারতী নিগম। তাছাড়া উপস্থিত থাকবেন রাজ্য দলের নির্বাচক তথা প্রশিক্ষক রাজেশ রায় চৌধুরী, স্কুলের শারীর শিক্ষক প্রনব অখণ্ড। বিগত বছর গুলির মত এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তারা এই আসরে সর্বশক্তি নিয়ে খেলার জন্য উৎসাহিত করেন।ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে যারা খেলবে:পদিনী রিয়াং,স্মৃতি জমাতিয়া,শর্মিলা জমাতিয়া,স্মৃতি মগ,সুহানী জমাতিয়া,জেসিকা জমাতিয়া,মেরীন জমাতিয়া,রিয়া জমাতিয়া,তনু বাগদী,ধনীতা রিয়াং, বিনতা সিনহা, ইয়ালুক জমাতিয়া, তুলসী জমাতিয়া,থাম্পুই ডারলং, উনিকি রিয়াং এবং আসলিনা ডার্লং। দলের কোচ কাম ম্যানেজার কল্পনা দেব্বর্মা।প্রসঙ্গত: ২৮শে জুলাই বিকেল আড়াইটায় আট জেলার ৮টি দল ও স্পোর্টস স্কুল দলকে নিয়ে এই সারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে অমরপুর স্পোর্টিং মাঠে।
Tripura Football: এস এম কাপ ফুটবলের জন্য দল ঘোষণা স্পোর্টস স্কুলের।
