মৌচাক-৪ স্কাইলার্ক-২
টিএসএন ডেস্ক,১২ জুন।।
ঘুরে দাঁড়ালো মৌচাক ক্লাব। আসরের প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে পরাজয়ের পর দলীয় ফুটবলাররা কতটা তেঁতে ছিলেন তার আভাস বৃহস্পতিবার পেলেন স্কাইলার্ক ক্লাবের ফুটবলাররা। ম্যাচ মৌচাক ক্লাব ৪-২ গোলে পরাজিত করে গেলোবারের রানার্স স্কাইলার্ক ক্লাবকে। বিজয়ী দলের সুখ দয়াল জমাতিয়া এবং সোয়ামহুইপান হালাম দুটি করে গোল করেন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। বৃহস্পতিবার সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাডলাইটে অনুষ্ঠিত ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় ছিনিয়ে নেয় রাজু লামার মৌচাক ক্লাব। ম্যাচের শুরু থেকেই বিপক্ষে উপর আক্রমণ সানায় সুখদয়াল জমাতিয়া-রা। তাতেই স্কাইলার্কের রক্ষণভাগে চিড় ধরে। প্রথম গোল পেতে মৌচাককে অপেক্ষা করতে হয় মাত্র ২০ মিনিট। সুখ দয়াল জমাতিয়ার দুরন্ত গোলে এগিয়ে যায় মৌচাক ক্লাব। এরপর বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের রাস্তা খুঁজে পায়নি মৌচাকের ফুটবলাররা। প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে গৌরাঙ্গ রিয়াং স্কাইলার্কের হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন মৌচাক ক্লাবের ফুটবলাররা। শুরু হয় ক্রমাগত আক্রমণ। ৪৯ মিনিটে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্কাইলার্কের জেহুবা ডার্লং। ফলে শেষ ৪১ মিনিট ১০ জনে খেলতে হয় স্কাইলার্ককে। এখানেই পিছিয়ে পরে চন্দন সেনের দল। ওই সুযোগের পুরো ফায়দা তুলেন রাজু লামার মৌচাকে ছেলেরা। ৫৮ মিনিটে সোয়াম হুইপান হালাম গোল করে এগিয়ে যান মৌচাক ক্লাবকে। এর ৭ মিনিট পর নিজের দ্বিতীয় এবং দলের পক্ষের তৃতীয় গোলটি করেন সুখ দয়াল জমাতিয়া। ৭৩ মিনিটে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করেন সোয়াম হুইপান হালাম। ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে স্কাইলার্কের পক্ষে সান্তনার গোলটি করেন ফিলিমন রিয়াং। রেফারি আদিত্য দেববর্মা লাল কার্ড দেখান কাইলকের জেহুবা ডার্লংকে।