টিএসএন ডেস্ক, ২৮ জুলাই।।
অঘটন ঘটালো টাউন ক্লাব। প্রায় ৮৫ মিনিট পিছিয়ে থেকেও শিল্ড জয়ী ফরোয়ার্ড ক্লাবকে রুখে দিলো টাউন ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদলের ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা টাউন ক্লাবকে পয়েন্ট এনে দিতে মুখ্য ভূমিকা নেয়। ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় লীগের আকর্ষণ বাড়লো বলা চলে। এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে শুরু করে সদ্য রাখাল শিল্ড জয়ী ফরোয়ার্ড ক্লাবের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিল এগিয়ে। রক্ষণভাগ শক্ত করে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে খেলতে থাকে টাউন ক্লাবের ফুটবলাররা। ফলে টাউনের রক্ষণভাগে তেমন জারিজুরি দেখা যায়নি ফরোয়ার্ডের ফুটবলারদের। ম্যাচ শুরুর ৩৪ মিনিটের মাথায় সিনথা মিলসের গোলে এগিয়ে যায় ফরোয়ার্ড ক্লাব। গোল হজম করতেই সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া হয়ে ওঠেন সুজিত ঘোষের টাউন ক্লাবের ফুটবলাররা। বেশ কয়েকটি পজিটিভ আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে ব্যর্থ টাউনের ফুটবলাররা। বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন টাউনের ফুটবলাররা। ম্যাচ তখন শেষের পথে। ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছিলেন জয় দিয়েই লীগ অভিযান করতে চলেছে ফরোয়ার্ড ক্লাব। তখনই পাল্টা আক্রমণ। ম্যাচের বয়স ৮৫ মিনিট। কাউন্টার এটাকে গিয়ে টাউনের হয়ে গোল করেন অপজিত ত্রিপুরা। ফরোয়ার্ড রক্ষণভাগের ফুটবলারদের ভুলে গোল হজম করতে হলো। শেষ পর্যন্ত অমীমাংসিত ভাবে শেষ হয় ম্যাচটি। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।
Tripura Football: শিল্ড চ্যাম্পিয়নদের বিজয় রথ আটকে দিলো টাউন ক্লাব।
