টিএসএন ডেস্ক,৩ সেপ্টেম্বর।।
আসরে বৃহস্পতিবার অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ অরুণাচল প্রদেশ। অসমের ডিপুর কাছা মাঠে হবে ম্যাচটি। রাজমাতা জিজেবাই ট্রফি সিনিয়র মহিলাদের ফুটবল প্রতিযোগিতাই। ওই ম্যাচে মাঠে নামার আগে বুধবার শেষ প্রস্তুতি সেরে নেন ত্রিপুরা দলের ফুটবলাররা। এদিন সকালে কাঁছা মাঠের অ্যাস্টোটার্ফ মাঠে প্রায় দেড় ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ফুটবলাররা। তবে ওই রাজ্যের প্রচন্ড দাবদাহ সমস্যায় ফেলেছে রাজ্য দলকে। দাবদাহের জন্য এদিন ঠিকমতো অনুশীলন করতে পারেননি শ্রীয়া দেব-রা। শুরুতে কন্ডিশনিং, এর পর ম্যাচের বিভিন্ন কাঙ্খিত পরিস্থিতি নিয়ে অনুশীলন করান কোচ ইন্দ্রজিৎ সূত্রধর। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে আজ ৪-৪-২ ছকে খেলা শুরু করবে ত্রিপুরা। তবে ম্যাচের আগে প্রথম একাদশ ঘোষণা করতে চাইছেন না ত্রিপুরার কোচ। স্পষ্ট ভাবেই টেলিফোনে বলেন, আগে থেকেই মেয়েরা যদি জেনে যায় কাদের প্রথম একাদশে রাখা হয়নি তাহলে তার প্রভাব খেলায় পড়তে পারে। তা আমি চাইনা। সেই কথা মাথায় রেখেই প্রথম একাদশ ঘোষণা করবো না খেলার আগে। তবে শুরুতে বিপক্ষে কিছুটা বুঝে নিয়ে আক্রমণের ছক পাল্টাবো। লক্ষ্য থাকবে প্রথম ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়া।

তা করতে পারলেই পরের ম্যাচের আগে মেয়েদের মনোবল বেড়ে যাবে। আসরে ত্রিপুরার গ্রুপে রয়েছে অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং আসাম। প্রথম ম্যাচের পর ৬ সেপ্টেম্বর আসাম এবং ৮ সেপ্টেম্বর ত্রিপুরা গ্রুপে শেষ ম্যাচ খেলবে মিজোরামের বিরুদ্ধে । ঘোষিত ত্রিপুরা দল : কিফিলটি জমাতিয়া, মলিনা রিয়ান, শ্রিয়া দেব, সিবতি দেববর্মা, উমাদেবী জমাতিয়া, অঞ্জনা ত্রিপুরা, মৌসুমী ওরা, ঝুমা উরাঙ, রেশমি কলই, কেয়া দেববর্মা, আদুরী জমাতিয়া, শম্পিলি জমাতিয়া, পৃথা ত্রিপুরা, তপতী ত্রিপুরা, সুয়ারী দেববর্মা, সোনাই সিনহা, মারিনা জমাতিয়া, নিসা জমাতিয়া, সুমিতা জমাতিয়া এবং শকুন্তলা দেববর্মা। কোচ : ইন্দ্রজিৎ সূত্রধর, ম্যানেজার কবিতা দেববর্মা।