ঐকতান যুব সংস্থা -৪ বীরেন্দ্র ক্লাব – ৩
টিএসএন ডেস্ক,১২ জুন।।
ঘাম ঝরিয়ে জয় পেলো ঐকতান যুব সংস্থা। টানা দুই ম্যাচে জয়লাভ করে আপাতত লিগ টেবিলের শীর্ষে শান্তিপাড়ার ওই ক্লাবটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঐকতান যুব সংস্থা ৪-৩ গোলে পরাজিত করে বীরেন্দ্র ক্লাবকে। একঝঁাক লড়াকু ফুটবলার নিয়ে গড়া বীরেন্দ্র ক্লাব এদিন শুরু থেকেই শক্তিশালী ঐকতান যুব সংস্থার ফুটবলারদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন। শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা লক্ষ্য করা যায়। ফলে জমে ওঠে ম্যাচ। এরই মধ্যে ২৮ মিনিট অমিত জমাতিয়া গোল করে এগিয়ে দেন ঐকতান যুব সংস্থাকে। এর ৫ মিনিট পর প্রীতম সরকার ব্যবধান বাড়ান। দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফিরতে প্রথমার্ধের শেষ সময়ে জোর লড়াই শুরু করেন বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। ইন্দ্রজিৎ সূত্রধরে ফুটবলারদের ক্রমাগত আক্রমণে নাভিশ্বাস ওঠে পড়ে ঐকতান যুব সংঘের রক্ষণভাগের ফুটবলারদের। ৪০ মিনিটে লাল ভন ডার্লিং ব্যবধান কমান। দ্বিতীয়দের শুরুতেই আক্রমণে আবারও তেজী ভাব দেখা যায় বীরেন্দ্র ক্লাবের ফুটবলারদের মধ্যে। ৪৯ মিনিটে কেলভিন ডার্লিং সমতা ফেরান। ম্যাচ জমে উঠে। শুরু হয় আক্রমণ প্রতি আক্রমণ। ৬০ মিনিটে রিচার্ড ভান লাল হুমা দুরন্ত গোল করে আবারও এগিয়ে দেন ঐকতান যুব সংস্থাকে। খেলা শেষ হওয়ার দু মিনিট আগে রিচার্ড নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান। ম্যাচের শেষ বঁাশি বাজার এক মিনিট আগে কেলভিন ডার্লং নিজের দ্বিতীয় গোল করলেও সমতা পেতে পারেননি। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় লাভ করে ঐকতান যুব সংস্থা। রেফারী পল্লব চক্রবর্তী হলুদ কার্ড দেখান ঐকতান যুব সংস্থার ভক্ত সাধন জমাতিয়া এবং বীরেন্দ্র ক্লাবের লালদিন লিমাকে।