টিএসএন ডেস্ক,১২ মে।।
জয় দিয়ে আসর করলো ত্রিপুরা। স্বামী বিবেকানন্দ অনুর্ধ্ব-২০ বালকদের জাতীয় ফুটবল আসরে। ছত্রিশগড়ে সোমবার নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা মুখোমুখি হয়েছিল ঝাড়খণ্ডের। ওই রাজ্যের রামকৃষ্ণ মঠ মাঠে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। তাতে ত্রিপুরা ন্যূনতম গোলে পরাজিত করে ঝাড়খন্ডকে। এদিন যদি ত্রিপুরা ৪-০ গোলের জয় পেতো তাহলে অবাক হওয়ার কিছু ছিল না। জয় সূচক গোলটি করলেও নেলসন ত্রিপুরা এবং সুখ দয়াল জমাতিয়া বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে এক সময় চাপে ফেলে দিয়েছিলেন দলকে। প্রথমার্ধের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন রাজু লামার ছেলেরা। বল দখলের লড়াইয়েও ছিল এগিয়ে।

বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে খেলা ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে মিডফিল্ড থেকে সুখদয়াল জমাতিয়ার বাড়ানো বল থেকে নেলসন ত্রিপুরার শর্ট ঝাড়খণ্ডের গোলরক্ষক ফিস্ট করে ফেরানোর পর ফিরতি বলে আবার দুরন্ত শট নিয়ে ত্রিপুরাকে জয় এনে দেন নেলসন ত্রিপুরা। শেষ পর্যন্ত নেলসনের গোলেই জয় পায় ত্রিপুরা। খেলা শেষে ছত্রিশগড় থেকে ত্রিপুরা দলের ম্যানেজার সুশান্ত দেববর্মা বলেন, প্রাপ্ত সুযোগ গুলি যদি কাজে লাগাতে পারতো ছেলেরা তাহলে আমরা অনেক বড় ব্যবধানে জয় পেতে পারতাম। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত টেনশনে থাকতে হতো না আমাদের। তবে এই দিনের জয় দলীয় ফুটবলারদের মনোবল বাড়িয়েছে। যা পরের ম্যাচে আরও ভালো খেলতে সাহায্য করবে। ১৪ মে ‘ ডি ‘ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে।
#tripura #football #under -20#tsn