টিএসএন ডেস্ক,৮ জুন।।
চ্যাম্পিয়ন বা রানার্স হওয়া লক্ষ্য নয়। লক্ষ্য ফুটবলপ্রেমীদের ভাল খেলা উপহার দেওয়া। সেই লক্ষ্য মাথায় রেখেই মাঠে নামবে মৌচাক ক্লাব। ৯ জুন নিজেদের প্রথম ম্যাচে মৌচাক ক্লাব খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল। আসরে মাঠে নামার আগে শনিবার দলীয় ফুটবলারদের হাতে জার্সি তুলে দেন ক্লাবের কর্মকর্তারা। ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সচিব জয়ন্ত চৌধুরী বলেন, ফুটবল প্রেমীদের ভালো খেলা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। গেলো ৫০ বছর ধরে ত্রিপুরার ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত আসরে খেলে আসছে আমাদের দল। প্রত্যেকবারই আমাদের লক্ষ্য ছিল রাজ্যের ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেওয়া। এবারও একই পথে হাঁটছি আমরা। গড়া হয়েছে লড়াকু দল স্থানীয় এবং ভিন রাজ্যের ফুটবলারদের নিয়ে। আশা করি আমাদের ছেলেরা শৃঙ্খলার মধ্যে থেকে ভালো খেলা উপহার দেবে। তবে অনুরোধ থাকবে যাতে রেফারি-রা নিরপেক্ষ ভূমিকা পালন করে। তাহলে খেলার মান উন্নত হবে। এবছর ক্লাবের জার্সি স্পন্সর করে কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী ওয়ার্ড থেকে। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন দলিল ম্যানেজার তন্ময় ধর, কোচ রাজু লামা এবং গোলকিপার কোচ কানাই যাদব। আসরে ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী কোচ এবং ম্যানেজার। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে ওই ক্লাবটি। সবকটি ম্যাচে জয় পেয়ে নিজেদের আরও উন্নতি করে নিয়েছে। ম্যানেজার তন্ময় ধর বিশ্বাস করেন, ছেলেরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে এই বছর আমাদের দল চমক দেবেই। বড় বাজেটের দলগুলোকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবেই আমাদের ছেলেরা। এ বছর মৌচাকের জার্সি গায়ে মাঠে নামবে অমিত জমাতিয়া, সি লাল জুয়ানা, সি সিয়াম পুইয়া, স্টাপোষ আর, বিকন চাকমা, শক্তি ত্রিপুরা, শুবন দেববর্মা, মনি ত্রিপুরা, রজনীকান্ত ত্রিপুরা, কাচাং জমাতিয়া, ভক্তি পদ জমাতিয়া, ভ্যান লাল কিমা, শুভম রূপিনী, মঙ্গল সিং দেববর্মা, বিনোদ কুমার দেববর্মা, পেম্বা রাই, ডেভিট রিয়াং এবং সোয়াম হুইপার হালাম। কোচ রাজু লামা, গোলকিপার কোচ কানায় যাদব এবং ম্যানেজার তন্ময় ধর।
#Tripura #Football #B – division #TSN
Tripura Football: মৌচাকের লক্ষ্য দর্শকদের আনন্দদায়ক খেলা উপহার দেওয়া: জয়ন্ত
